মনজুর হোসেন শাহিন
ঢাকা: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এ থেকে শুরু হওয়ার সরকার পতনের আন্দোলনে গণহত্যা চালানো পতিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল রোববার (১০ নভেম্বর)। এ কর্মসূচি প্রতিহত করতে সকাল থেকেই রাজধানীর নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগ পার্টি অফিসের আশপাশে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোও এসব এলাকায় অবস্থান নিয়েছিল।
জানা গেছে, বিক্ষোভ মিছিল করতে আসা ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েকজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
এছাড়া তাদের পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্যরাও বেশ কয়েকজনকে পাকড়াও করেছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সদস্যরা বেশ কয়েকজন ধরে পুলিশকে সোপর্দ করেছে।
এছাড়া পুলিশে বেশ কয়েকজনকে পাকড়াও করেছে। রোববার সকাল থেকে রাত পর্যন্ত ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়েছে।
তাদের যাচাই-বাছাই চলছে।
রাতে এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন। তিনি বলেন, গুলিস্তানে নূর হোসেন চত্বর, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বেশ কয়েকজনকে পুলিশের হাতে সোপর্দ করেন। এছাড়া পুলিশ ওই সব এলাকা থেকে আরও কয়েকজনকে আটক করেছে। অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় এনে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।