গিয়াস উদ্দিন
চট্টগ্রামের কর্ণফুলীতে ডাঃ আইয়ুব তালুকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফকিরনীর হাট তার নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেফতার করেন থানা পুলিশ।
ডাঃ আইয়ুব তালুকদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
ডাঃ কর্ণফুলী উপজেলার শিকলবাহা (৮ নম্বর) ফকিরা মসজিদ তালুকদার বাড়ির হাফেজ ইউছুফের ছেলে। তিনি কর্ণফুলী আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে সেটি এখনো নিশ্চিত করেনি পুলিশ।