মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবানে ১১ সদস্য বিশিষ্ট চা বাগান মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
০৬নভেম্বর-২০২৪ইউ বান্দরবান চা বোর্ডের কার্যালয়ে চা বাগান মালিকগণ ও চা বোর্ড কর্তৃপক্ষের উপস্থিতিতে এই নতুন কমিটি গঠন করা হয় ।
এই সময় সকলের সম্মতিক্রমে বান্দরবান চা বাগান মালিক সমিতির সভাপতি নির্বাচিত হয় অধ্যাপক মোঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মোঃ ইয়াকুব সিকদার।
এ সময় অন্যান্যের মধ্যে আরো সহ-সভাপতি মাওলানা মো:দলিলুর রহমান আনসারী, সহ-সভাপতি সানাউল্লাহ, সহ-সভাপতি রেদা মং , সহ-সাধারণ সম্পাদক মিন্টু বড়ুয়া , সাংগঠনিক সম্পাদক লাল থান বম,কোষাধ্যক্ষ সুমন মারমা (প্রকাশ সুমন মেম্বার), দপ্তর সম্পাদক ক্যামাসিং মারমা,থোয়াইশৈবু মারমা,নির্বাহী সদস্য সামসাং বম, মুক্তার আহমদ, মংটিং মারমা নির্বাচিত হয়।
পার্বত্য অঞ্চলের একটি ঐতিহ্য পানিও হলো চা। বিশেষ করে সিলেটের পাশা-পাশি পার্বত্য জেলা বান্দরবানে নিজস্ব চা উৎপাদন করে প্রক্রিয়া জাত করনের মাধ্যমে বর্তমানে বিভিন্ন জায়গায় তা সরবরাহ করা হচ্ছে এবং সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বান্দরবানের এই নিজস্ব চা। তাই এই চা শিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে মালিকদের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষে গ্রহণ করা হচ্ছে।
সেই লক্ষ্যে আজ ১১ সদস্য বিশিষ্ট কমিটি গ্রহণ করা হয়েছে এবং উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের পরিচালক ও অন্যান্য সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন । সকলের বিশ্বাস বান্দরবানের এই চা শিল্প আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। সেজন্য সকল মালিক কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।