এম কে আলম চৌধুরী
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় বিভিন্ন নির্দেশনা দেন সীমান্ত রক্ষীদের।
বুধবার ( ৭ অক্টোবর) বিকেল ৩ টায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপি পরিদর্শন করেন তিনি। বিজিবির মহাপরিচালকের সফর সঙ্গীসহ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বাইশফাঁড়ী বিওপি পরিদর্শন করেন। তিনি সেখানে বিওপির সৈনিকদের সাথে কুশলাদি বিনিময় ও বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃশাহাদত শিকদার, রামু বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান, ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী প্রমুখ।