গাজী মাজহারুল ইসলাম জামালপুর
জমালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসের স্টাফকে মারধর করায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় এঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দুপুর তিনটার দিকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি বাস শহরে পাঁচরাস্তা মোড় এলাকায় পৌঁছলে ৪-৫ জন যুবক জোর করে বাসে উঠতে চায়। এসময় শিক্ষার্থীরা তাদের উঠতে বাধা দেন। পরে ওই যুবকরা বাসটির হেলপার কামাল হুসেনকে (২৫) মারধর করে। এঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে। পরে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
গণিত বিচাগের শিক্ষার্থী রমজান খন্দকার বলেন, কয়েকজন অপরিচিত যুবককে বাসে উঠতে না দেওয়ায় আমাদের বাসের হেল্পার কামাল মামাকে মারধর করে তারা। এ ঘটনায় আমরা সড়ক অবরোধ করি। পরে অভিযুক্ত তিনজনকে পুলিশ আটক করে নিয়ে যায়। তাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের আহ্বায়ক মো. আল মামুন সরকার বলেন, কিছু যুবক বাসের হেল্পারসহ শিক্ষার্থীর উপর আক্রমণ করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলে তারা সড়ক ছেড়ে চলে যান।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, আটক তিনজনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।