ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে রশিদ আহমদ প্রকাশ বাবুল কোম্পানি’র সন্ত্রাসী বাহিনী’র নের্তৃত্বে দিনদুপুরের ৮ টি দোকানের হামলা ও লুটপাটসহ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।হামলায় আহত দুই দোকানদারসহ শাহ ফকির বাজারের পাহারাদাকে কে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ৭ নভেম্বর দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজার নামক এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, ক্রয় সূত্রে মালিকানা আরিফ কোম্পানি গং এর নামে ঈদগাঁও মৌজা বি,এস ১১৪৩৯ নং সৃজিত খতিয়ান চূড়ান্ত প্রচার আছে।উক্ত ক্ষতিয়ানের বিএস ২১৬২,২১৬৩ দাগের ১৫ শতকের জমিতে থাকা ৮ টি দোকানে সন্ত্রাসী বাহিনীর লুলোপ দৃষ্টি পড়ায় গায়ের জোরে জবর- দখল করার পায়তারা চালানো হয়েছিল।এর ধারাবাহিকতায় উপরের বর্ণিত সময়ে রশিদ আহমদ প্রকাশ বাবুল কোম্পানি’র ভাড়াটিয়া মাস্তান ও সন্ত্রাসী নিয়া অধীনের জমিতে অনধিকার প্রবেশ করিয়া মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া নিম্ন তপশীলোক জমিতে উপস্থিত হইয়া অধীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ অধীনকে প্রাণ নাশের হুমকি প্রদান করে অজ্ঞাত ১০০-১৫০ জন হামলা ও লুটপাট করে অবৈধভাবে দখল করে। এসময় দোকানে থাকা আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে এবং তাদের হামলায় মুরগী দোকানী মেহেদী, চায়ের দোকানী আবুল কালাম ও বাজারের পাহারাদার আবুল কাসেম আহত হয়।আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাদের পরিবার। আহতদের চিকিৎসা শেষে এঘটনায় ঈদগাঁও থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলিয়ে জানিয়েছেন আরিফ কোম্পানি’গং।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য পাওয়া যায়নি। পরে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সাথে ছাপানো হবে।
বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কৃতপক্ষে হস্থক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ও এলাকাবাসীরা।